মোঃ ইমরান মাহমুদ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে জেলের জালে দেড় মণ ওজনের একটা বাঘাইর মাছ ধরা পড়েছে।
সোমবার (৬ নভেম্বর) বিকালে ৬৩ কেজি ওজনের মাছটি ১২০০ টাকা কেজি দরে ৭৫ হাজার ৬০০ বিক্রি করা হয়েছে।
এর আগে রবিবার রাতে উপজেলার চিকাজানি ইউনিয়নের খোলাবাড়ী এলাকায় যমুনা নদী থেকে মাছটি ধরেন ওই একালার জেলে বাদশা মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে যমুনা নদীতে ৬৩ কেজি ওজনের একটি বাঘাইর মাছ জেলে বাদশার মিয়ার জালে আটকা পড়ে। মাছটি অনেক বড় হওয়ায় একক ক্রেতা পাইনি তিনি।
জেলে বাদশা মিয়া বলেন, রাতে যমুনা নদী থেকে মাছটি আমার জালে আটকা পড়ে। মাছটি সাইজের অনেক বড় হওয়ার একক ক্রেতা পায়নি। তাই কেটে কেটে ১২০০ টাকা কেজি দরে বিক্রি করেছি।
মাছ ক্রেতাদের একজন স্থানীয় জনি মিয়া বলেন, বিশাল সাইজের বাঘাইর একার পক্ষে ক্রয় করা সম্ভব নয়। তাই এলাকার কয়েকজন ভাগাভগি করে নিয়েছি।
আবদুল্লাহ আল মামুন নামে আরেক জন ক্রেতা বলেন, দীর্ঘদিন পর সরদারপাড়া বাজারে এতো বড় মাছ উঠেছে। এমন বড় মাছ সচারাচর বাজারে দেখা যায় না। মাছটি বড় এবং নদীর হওয়ায় এর স্বাদ হবে তাই চাহিদা বেশি ছিলো বাঘাইর কেনার জন্য।
সময় জার্নাল/এলআর