মো. নিজাম উদ্দিন, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে ইট পোড়ানোর চুল্লির দেয়াল ধ্বসে পড়ে দুই সহোদরসহ তিনজন নিহত হয়েছে।
রোববার (২৩ মে) বিকেলে উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা গ্রামের ‘মদিনা ব্রিক্স’ নামক ওই ইটভাটায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেলাল হোসেন (৩২) ও তার ভাই ফারুক হোসেন (২০) এবং রাকিব হোসেন (১৮)। তারা তিনজনই ওই ভাটার শ্রমিক ছিলেন। নিহত দুই সহোদর জেলার কমলনগরের চরজগবন্ধু গ্রামের আলতাফ মাঝির ছেলে।
এ ঘটনায় আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের রামগঞ্জ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও ভাটা শ্রমিকরা জানায়, বিকেলে ভাটায় নিয়োজিত ১৫-২০ জন শ্রমিক চুল্লিতে কাঁচা ইট বসাচ্ছিলেন। হটাৎ করেই চুল্লির উত্তর পাশের দেয়ালটি শ্রমিকদের উপর ধ্বসে পড়ে। এতে শ্রমিক বেলাল ও ফারুক ঘটনাস্থলেই মারা যান। পরে আহতদের মধ্যে রাকির হোসেনকে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়।
এদিকে, ঘটনাস্থল থেকে মরদেহগুলো আনার সময় ভাটা শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করে এবং ভাটা মালিক আমির হোসেন ডিপজলের বিচার দাবি করেন। তবে ঘটনার পরপরই ভাটা মালিক পালিয়েছেন বলে জানা গেছে।
শ্রমিকদের অভিযোগ, ভাটার চুল্লি আগ থেকেই ঝুঁকিপূর্ণ ছিলো। বিষয়টি তারা ভাটা মালিককে অবহিত করলেও তিনি কোন ব্যবস্থা নেননি।
রামগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, শ্রমিক নিহতের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সময় জার্নাল/এসএ