নিজস্ব প্রতিনিধি:
আজ বুধবার থেকে তৃতীয় দফায় আবারো সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট ছাড়াও বিভিন্ন দল ও জোট পৃথকভাবে এই কর্মসূচি পালন করছে।
গত সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বুধবার সকাল ৬টা থেকে ও আগামী শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ ৪৮ ঘণ্টা অবরোধের নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। জামায়াতে ইসলামীও একই কর্মসূচি ঘোষণা করে।
গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, সারা দেশে নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হবে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সবাই শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করবেন। সবার শান্তিতে থাকার জন্যই আমাদের এই অবরোধ কর্মসূচি। যেখানেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ গড়তে হবে।
আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার করার লক্ষ্যে মাঠে আছি। এটা ছাড়া কারো কোনো নিরাপত্তা নেই। নয়তো দেশ ছাড়তে হবে এবং দ্বিতীয় শেণীর নাগরিক হিসেবে প্রজা হয়ে থাকতে হবে।
প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফা ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ করেছে বিএনপিসহ মিত্ররা। এর আগে গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি এবং ২৯ অক্টোবর সারা দেশে হরতাল পালিত হয়েছে।
সময় জার্নাল/এলআর