ইসাহাক আলী, নাটোর প্রতিনিধি: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশের সকল মানুষ বঙ্গবন্ধুকে যেমন হৃদয় দিয়ে ভালোবাসতেন তেমনি শেখ হাসিনাকেও মানুষ হৃদয় দিয়ে ভালোবাসেন। বিএনপির আমলে হাওয়া ভবনের নির্দেশ ছাড়া কিছু হতো না। সরকারের মধ্যে হাওয়া ভবন আরেকটা সরকারে রুপ নিয়েছিলো। শেখ হাসিনার সরকার এমনটা করেনি। বিএনপি নামক রাজনৈতিক দলটি শেখ হাসিনাকে নামিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখেন। গত ২৮ অক্টোবর তারা সরকার গঠনের স্বপ্ন দেখেছিল। কিন্তু কিছুই করতে পারেনি। ২০১৪সালে তারা পরাজয়ের ভয়ে নির্বাচনে আসেনি। দেশ জুড়ে জ্বালাও পোড়াও করেছ্ধেসঢ়;। হাজার হাজার মানুষ অগ্নিদ্বগ্ধ করেছে। অনেক মানুষ মারা গেছে। এবারো তারা ২৮ অক্টোবর সরকার পরিবর্তনের ঘোষণা দিলেন।
তারেক রহমানের গুন্ডাপান্ডারা ঢাকায় আসলো নারী পুরুষ শিশুর উপরে হামলা করলো। তারা প্রধান বিচারপতির বাস ভবনে হামলা করলো। বাধ্য হয়ে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। সেদিন বিএনপি পুলিশ ও আনসার সদস্যকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। ১১০জন পুলিশ সেদিন আহত হয়েছে। তারা ইযরাইলের ইয়াহুদিদের মতো রাজারবাগ পুলিশ হাসপাতালে হামলা করেছে। বিএনসি সন্ত্রাসের মাধ্যমে বিজয়ী হতে চায়। তারাই বাংলাভাই এর জন্ম দিয়েছিলো।
বৃহস্পতিবার বিকেলে শহরের কানাইখালিতে নাটোর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহুরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ও নাটোর সদরের এমপি শফিকুল ইসলাম শিমুল।
নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেন, শেখ হাসিনা রাতে তিন ঘন্টার বেশি ঘুমায় না বলেই দেশের মানুষ
শান্তিতে ঘুমাতে পারে। বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে দাঁড়িয়েছে। আগামী একমাস কঠিন সময়। সবাই মিলে মিশে থাকতে হবে। তিনি বিএনপি- জামায়াতকে ইঙ্গিত করে বলেন, ওরা যাবে ধ্বংসের পথে, আমরা গড়ার পথে। ওরা স্বাধীনতার বিপক্ষে আমরা স্বাধীনতার পক্ষে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেছেন, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই অনুষ্ঠানের দাওয়াত না দেয়ায় তারা সেখানে উপস্থিত হননি। তবে মন্ত্রীর অন্য সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টারে নাটোর হেলিপ্যাড মাঠে নামার কথা থাকায় নাটোরের স্থানীয় তিন এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও গণমাধ্যম কর্মীরা সেখানে অবস্থান নেন। নিদিষ্ট সময় অতিবাহিত হওয়ার পর তারা জানতে পারেন
হেলিকপ্টারটি সঠিক সময়েই আরো প্রায় এক কিলোমিটার দূরের নাটোরের উত্তরা গণভবন মাঠে অবতরণ করেছেন। খবর পেয়ে দ্রæত সকলে সেখানে গিয়ে তাদের বরণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রীসহ অতিথিদের নাটোরের স্থানীয় তিন এমপিসহ অন্যরা ফুল দিয়ে স্বাগত জানানোর পর সকলে গাড়িতে উঠে পড়েন। এমন সময়ে সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি পিপি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানসহ অন্য নেতারা হাজির হন। সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী পুনরায় গাড়ি থেকে নেমে আসলে নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও শামীম ওসমান এমপি নাটোরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নব নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে যান। সেখানে দর্শক সারিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে বসে থাকতে দেখা গেলেও বিকেলে এমপি শিমুল অনুসারী উপজেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তারা অনুপস্থিত ছিলেন। তবে সেখানে বক্তব্য রাখার সুযোগ না পেলেও নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল ও নাটোর-৪আসনের এমপি ডাঃ সিদ্দিুকর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে শহরের বড়হরিশপুর এলাকায় নাটোরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের নব নির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোঃ নুরুল আনোয়ার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়নগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নাটোর সদর আসনের এমপি মোঃ শফিকুল ইসলাম শিমুল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মোঃ আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী, নাটোর-১ আসনের এমপি মোঃ শহিদুল ইসলাম বকুল, নাটোর-৪ আসনের এমপি ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আনিসুর রহমান, নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঞা
এবং পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম।
এমআই