মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

আজ কক্সবাজারে রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শনিবার, নভেম্বর ১১, ২০২৩
আজ কক্সবাজারে রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি:


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী থেকে কক্সবাজার সদর পর্যন্ত নতুন রেললাইন নির্মাণ করা হয়েছে। আজ শনিবার নতুন নির্মিত রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের জন্য ১৫ কোচের একটি বিশেষ ট্রেন ইতিমধ্যে কক্সবাজার সদরের আইকনিক স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। দোহাজারী-কক্সবাজার পর্যন্ত রেলপথের মাধ্যমে যুক্ত হবে কক্সবাজার। এটি সরকারের অগ্রাধিকার প্রকল্পের (ফার্স্ট ট্র্যাক) অন্তর্ভুক্ত একটি প্রকল্প।


পর্যটকদের আকর্ষণে ইতিমধ্যে কক্সবাজার সদরে ‘ঝিনুক’-এর আকৃতিতে আইকনিক স্টেশন নির্মাণ করা হয়েছে। এতে ফুটে উঠেছে কক্সবাজারের ঐতিহ্য। পর্যটকেরা চাইলে নিজেদের লাগেজ স্টেশনের লকারে রেখে সৈকতে ঘুরে আসতে পারবেন।


ট্রেন চলাচল শুরু হলে কক্সবাজারের পর্যটন খাতের চিত্র পাল্টে যাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তা ও রেলওয়ের কর্মকর্তারা। মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রেলওয়ের। এতে অর্থনৈতিক উন্নয়নেও বড় ধরনের ভূমিকা রাখতে যাচ্ছে নতুন রেলপথটি।


নতুন রেলপথে বাণিজ্যিক ভিত্তিতে কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে ডিসেম্বরে ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। অবশ্য ভাড়া চূড়ান্ত করা হয়েছে। আর রেলপথে ট্রেনের সর্বোচ্চ গতি ৮০ কিলোমিটার। শুরুতে অবশ্য ট্রেন চলবে ৬০ কিলোমিটার গতিতে। চট্টগ্রাম থেকে আড়াই থেকে তিন ঘণ্টা লাগবে। আর ঢাকা থেকে যাতায়াতে লাগবে ৮ থেকে সাড়ে ৮ ঘণ্টা।


চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের দূরত্ব ১৫০ দশমিক ৮৭ কিলোমিটার। তবে বাণিজ্যিক দূরত্ব হচ্ছে ১৮৯ কিলোমিটার। চট্টগ্রাম থেকে পর্যটন শহর কক্সবাজারে ট্রেনে করে যেতে লাগবে সর্বনিম্ন ৫৫ টাকা আর সর্বোচ্চ ৬৯৬ টাকা।


চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত এসি বাসে (ঘুমিয়ে যাওয়ার আসন) শ্রেণির জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৯৬ টাকা। শোভন চেয়ারের জন্য ভাড়া ২০৫ টাকা। এসি চেয়ারের জন্য ৩৮৬ টাকা এবং এসি সিটের জন্য ৪৬৬ টাকা।


 এস.এম



Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল