স্টাফ রিপোর্টার : নদীমাতৃৃক বাংলাদেশে আমাদের নদীসমূহ ঋতুভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে। রূপ বৈচিত্রের দিক থেকে বাংলাদেশের নদীসমূহের রূপ মাধুরীতে যে কেউ মুগ্ধ হবে। নদীতে নীল আকাশের সাদা মেঘের ভেলা দেখতে কার না ভালো লাগে।
রাজধানীর পাশেই শীতলক্ষা নদীতে শুক্রবার (১০ নভেম্বর) নৌ ভ্রমণে যায় সময় জার্নাল পরিবারের সদস্যরা। তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিতে যুক্ত হয়েছিলেন তরুণ কবি, সাহিত্যিক, মঞ্চ অভিনেতাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা।
শীতলক্ষায় নদী ভ্রমণকে স্বাচ্ছন্দপূর্ণ করে তুলেছিল ঢাকা ডিনার ক্রুজ নামের একটি নৌযান প্রতিষ্ঠান।
পাশাপাশি নদীপাড়ে থাকা ঐতিহ্যবাহী জামদানী বুনন রূপসী গ্রাম ও মুরাপাড়া জমিদার বাড়ি পরিদর্শনসহ নৌযানে কবিতা আবৃত্তি, গানে বাড়তি আনন্দ জুগিয়েছিল। সবমিলিয়ে একটি সুন্দর দিন কাটান সময় জার্নাল পরিবারের সদস্যরা।
অনুভূতি প্রকাশ করে মঞ্চ অভিনেতা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী তৌফিক মেসবাহ বলেন, সময় জার্নাল পরিবারের সাথে সময় কাটাতে পেরে আমার খুবই ভালো লেগেছে। সময় জার্নাল কর্তৃপক্ষ সর্বদায় আমাদের তরুণদের নিয়ে ভেবে থাকেন। তাদের আন্তরিকতা ও ভালোবাসায় আমরা কৃতজ্ঞ। এমন আয়োজন আমরা আরও চাই।
সময় জার্নালের রিপোর্টার মাইদুল ইসলাম বলেন, ঢাকা ডিনার ক্রুজে নৌ ভ্রমণ ছিল খুবই আনন্দদায়ক। তাদের সেবায় আমরা সন্তুুষ্ট।
ডেইলি স্টারের সাহিত্য বিভাগের প্রধান, কবি ও সাহিত্যিক ইমরান মাহফুজ বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে ও সংস্কৃতি চর্চায় সময় জার্নাল পরিবার সবসময় পাশে ছিল, সামনেও এমন আয়োজনের ধারাবাহিকতা ধরে রাখবে সেই প্রত্যাশা করছি।
আরইউ