নিজস্ব প্রতিবেদক:
সরকারি তিতুমীর কলেজে অনুষ্ঠিত হল ডিজিটাল যুগে যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কিত আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে তিতুমীর কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অনলাইনে দেশ-বিদেশের বিভিন্নজন অংশগ্রহণ করেন।
সোমবার(১৩ নভেম্বর) সকাল ১১টায় কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আয়োজনে 'কমিউনিকেশন এন্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ইন দ্য ডিজিটাল এরা' শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো: সালাউদ্দীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম।
বিভাগের সহকারী অধ্যাপক মো: জাহাঙ্গীর আলম ও প্রভাষক মো: ইমরান ইবনে রাজ্জাকের সঞ্চালনায় সেমিনারটি উদ্বোধন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন।
এসময় তিনি ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষার্থীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
সেমিনারে মূখ্য আলোচক ড. হাবিব রাটভি বলেন, বর্তমান ডিজিটাল যুগে কর্মসংস্থানের জন্য কোথাও সরাসরি ছোটাছুটির আবশ্যকতা নেই। যোগাযোগের দক্ষতাই তাকে কর্মসংস্থানের সড়কে নিয়ে যাবে।
তিনি শিক্ষার্থীদের সঙ্গে কমিউনিকেশনের পদ্ধতি, ডিজিটাল মার্কেটে নিজেকে প্রস্তুত, এবং প্রোডাক্টিভ হতে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে অনলাইনে যুক্ত ছিলেন, অধ্যাপক ড. অভয় কুমার ভাইস চ্যান্সেলর,প্রতাপ ইউনিভার্সিটি,জয়পুর,ভারত। ড.মাহফুজুর রহমান সহযোগী অধ্যাপক, লিংকন ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র
এছাড়াও উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মো: ফয়জুর রহমান, অধ্যাপক রতন সিদ্দিকী, অধ্যাপক মালেকা আক্তার বানুসহ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষকবৃন্ধ।
প্রধান অতিথি ও সেমিনার বক্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান মো: সালাহউদ্দীন বলেন, সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ক্লাস ভিত্তিক পাঠক্রমের পাশাপাশি আন্তর্জাতিক সেমিনার আয়োজনের ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
এমআই