নিজস্ব প্রতিবেদক:
আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনীতিতে যে সংঘাত শুরু হয়েছে তা নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র প্রধান তিনটি দলকে শর্তহীন সংলাপের যে আহ্বান জানিয়েছে এ সম্পর্কে সরকারের পক্ষ থেকে মুখ খুলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি জানিয়েছেন, সংলাপে সরকারের কোনো আপত্তি নেই, তবে কার সঙ্গে সংলাপ সেটা নিয়ে প্রশ্ন আছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সংলাপের আহ্বান জানিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দিয়েছেন। এ প্রসঙ্গে সাংবাদিকরা সরকারের অবস্থান জানতে চান পররাষ্ট্রমন্ত্রীর কাছে। জবাবে তিনি বলেন, আমাদের সংলাপে আপত্তি নেই। আমরা গণতন্ত্র ধ্বংস করতে চাই না। গণতন্ত্র সমুন্নত করতে যা যা করা দরকার আমরা তাই করব। সেখানে যদি সংলাপের প্রয়োজন হয়, আমরা সেটা করব। কিন্তু কার সঙ্গে করব, সেটা বিবেচনার বিষয় আছে, সেটা নিয়ে প্রশ্ন আছে।
এর আগে গতকাল সোমবার (১৩ নভেম্বর) বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে চিঠি দেয় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। চিঠিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বান জানান সম্প্রতি একাধিকবার বাংলাদেশ সফর করা এই মার্কিন কূটনীতিক।
এমআই