সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক সংগঠন ‘আবৃত্তি আবৃত্তি’র উদ্যোগে পিঠা পার্বণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ নভেম্বর) বিকাল ৩ টায় শীতের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) করিডোরে কুয়াশা ও কবিতায় পিঠা পার্বণ’ শিরোনামে এই পিঠা পার্বণ অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
অনুষ্ঠান শীতের আগমনী বিভিন্ন কবিতা পাঠ ও গ্রামবাংলার বিভিন্ন ঐতিহ্যবাহী বাহারী ধরনের পিঠার স্বাদ উপভোগের মধ্য দিয়ে শীতকে বরণ করে নিয়েছেন শিক্ষার্থীরা।
এসময় অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি নুরুল্লাহ মেহেদী ও নাঈমা পারভীন নীলা। এছাড়া সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম আজম শোভন, সহ-সভাপতি জান্নাতুল ফারজানা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, অর্থ সম্পাদক সুইটি পাল, দপ্তর সম্পাদক আবদিম মুনিব, অনুষ্ঠান সম্পাদক দীপের রায়, সাহিত্য সম্পাদক আব্দুল মাজেদ, প্রচার ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পর্ণিনী সুম্মাসহ সংগঠনটির অন্যান্য কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাত বলেন, ‘আবৃত্তি আবৃত্তি প্রতি বছরই নানা ধরনের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার শীতকে বরন করে নেওয়ার জন্য শীতের পিঠার সাথে কবিতা দিয়ে আজকের এই পিঠা পার্বণের আয়োজন করা। এর মাধ্যমে মূলত বাঙ্গালী সংস্কৃতি কে নিজেদের কাজের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।’
এমআই