মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

আজ ঢাকা আসছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল

শনিবার, নভেম্বর ১৮, ২০২৩
আজ ঢাকা আসছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল


সময় জার্নাল ডেস্ক:

দ্বাদশ সংসদ নির্বাচনপূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে আজ দুপুরে ঢাকা আসছে কমনওয়েলথের প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল। আগামী ২৬ নভেম্বর পর্যন্ত প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশে অবস্থান করবেন।

গত বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র সেহেলী সাবরীন এ প্রতিনিধি দলের সফর সম্পর্কে সাংবাদিকদের জানিয়েছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রথম দিনে প্রতিনিধি দলটির কোনো কর্মসূচি নেই। তবে আগামী রোব ও সোমবার তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বন, পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী শাহাব উদ্দিন ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক করবেন।

২১ নভেম্বর প্রতিনিধি দলটি রোহিঙ্গা সংকট দেখতে কক্সবাজার যাবে। ওই দিনই তাদের ঢাকায় ফেরত আসার কথা রয়েছে। এ ছাড়া ২২ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতিনিধি দলটি সিলেটসহ বিভিন্ন জেলা সফর করবে।


এস.এম


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল