নিজস্ব প্রতিবেদক:
লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘সৈয়দ আবুল মকসুদের ওয়ালীউল্লাহ চর্চা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ আবুল মকসুদের ওয়ালীউল্লাহ-চর্চা বিষয়ে লেখা নিজের প্রবন্ধ নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম।
এরপর আলোচনা করেন গবেষক ও সাংবাদিক ড. কাজল রশীদ শাহীন ও অ্যাডভোকেট আরিফ খান।
এছাড়াও সৈয়দ আবুল মকসুদকে নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ড. মো. সফিকুল ইসলাম, ফারজানা ইয়াসমিন, মোসাদ্দেক ও শাহাদাত সুফল।
সমাপনী বক্তব্যে সবাইকে ধন্যবাদ জানান আলোচনা সভার সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ আজিজুল হক। সবশেষে সৈয়দ আবুল মকসুদের ছেলে সৈয়দ নাসিফ মকসুদ সংক্ষিপ্ত বক্তব্য দেন। আলোচনা সভাটির সঞ্চালনায় ছিলেন কবি ও গবেষক ইমরান মাহফুজ।
এমআই