জামালপুর প্রতিনিধি : জেলার সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ নভেম্বর) রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দেওয়া হয়েছিল। ভোর ৪টার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।
তিনি আরও বলেন, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আরইউ