মেহরাজ হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে এপিবিএন- ৯ চট্টগ্রাম।
শনিবার ( ১৮ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে জোরারগঞ্জ থানার ৩শ গজের মধ্যে বারইয়ারহাট মাছের আড়ৎ মুখে ডাকা চট্টগ্রাম মহাসড়কের উপর থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট পৌরসভার মেহেদী নগর এলাকার আবুল কাশেমের ছেলে ইব্রাহিম হোসেন পারভেজ (৩১) ও চট্টগ্রামের ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের পশ্চিম চিকনছড়া এলাকার আবুল কালামের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৪)।
আটককৃতদের স্থানীয় জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করে সোপর্দ করা হয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন চট্টগ্রাম ৯ এর দেয়া তথ্যে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক কারবারি থেকে ছদ্মবেশে মাদক ক্রয় করার অভিনয় করে তাদের আটক করা হয়। ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মোঃ আবুল কালাম আজাদ এর নের্তৃত্বে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) রনজিত কুমার বড়ুয়া, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আয়ান মাহমুদ সহ সঙ্গীয় এসআই (নিরস্ত্র) মোঃ আবুল কালাম অভিযানে সার্বিক সহায়তা করেন।
এপিবিএন এর পুলিশ পরিদর্শক আয়ান মাহমুদ জানান, মাদককারবারিদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ-১৮/১১/২০২৩ খ্রিঃ, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারনি ১৪(খ) রুজু করা হয়েছে।
এমআই