রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ( রাবি) বৃহত্তর চট্টগ্রাম জেলা সমিতির নবীন বরণ ও চড়ুইভাতি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার ( ২১নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের হবিবুর মাঠের দক্ষিণ পাশে এ অনুষ্ঠান আয়োজন হয়।
বৃহত্তর চট্টগ্রাম জেলা সমিতির সভাপতি মোঃ রাশেদের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ড. খালিদ আলম ও অধ্যাপক ড. মোবাররারা সিদ্দিকা।
সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. খালিদ আলম বলেন, শুধুমাত্র নবীন বরণ ও বিদায় সংবর্ধনার মধ্যে সমিতিকে সীমাবদ্ধ রাখলে হবেনা। চট্টগ্রামের ছেলে মেয়েদেরকে এই সমিতি নিয়ে অনেকদূর এগিয়ে যেতে হবে। যাতে করে বিশ্ববিদ্যালয়ে এক নামে বৃহত্তর চট্রগ্রাম জেলা সমিতিকে চিনতে পারে। এ জন্য আমাদের ছেলে মেয়েদের প্রতিটি অঙ্গনে অংশগ্রহণ করে সুনাম অর্জন করতে হবে।
অধ্যাপক ড. মোবারকা সিদ্দিকি বলেন,ছাত্র সমিতির প্রয়োজন রয়েছে। যার মাধ্যমে সকলে একতাবদ্ধ হয়ে থাকতে পারে। সকলকে পড়াশোনার মাধ্যমে আগামীতে সমিতিকে ভালো কিছু উপহার দিতে হবে।
ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী প্রান্ত বড়ুয়ার সঞ্চালনায় আরো বক্তব্য দেন সমিতির সভাপতি মোঃ রাশেদ ও সাধরন সম্পাদক কেফায়েত উল্লাহ তানিস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক সভাপতি জাওয়াদ রাফসান ও আশরাফুল ইসলাম। এছাড়া প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
উক্ত প্রোগ্রামে নবীণদের বরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়। চাঁটগায়া বিখ্যাত গান পরিবেশনা এবং র্যাফেল ড্র বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে প্রাণবন্ত চড়ুইভাতি ও নবীন বরণ অনুষ্ঠান শেষ হয়।
এমআই