ইউনুস রিয়াজ, গবি প্রতিনিধি:
সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেনকে সভাপতি ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী নাফিদ মাহমুদ রাহাতকে সাধারণ সম্পাদক করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে নবগঠিত গণ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ফোরামের (জিবিএসএফ) কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ নভেম্বর) সকালে নবগঠিত এ কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৬৯ সদস্যের এ কমিটিতে সহসভাপতি হয়েছেন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, সিএসই বিভাগের শাহরিয়ার কবির, বাংলা বিভাগের তুষার, ভেটেরিনারি অনুষদের মো: সাজিদ আল মামুন শান্ত, রাজনীতি ও প্রশাসন বিভাগের রিয়াদ হোসেন রিকু এবং যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসী বিভাগের শিহাব, ভেটেরিনারি অনুষদের আরাফাত লাবিব, গণিত বিভাগের রাজিব হোসেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক ফার্মেসী বিভাগের জোমায়েত মিয়া, প্রচার সম্পাদক আইন বিভাগের রোমান, কোষাধক্ষ সিএসই বিভাগের নাঈমুর রহমান দুর্জয়, ক্রিয়া সম্পাদক ভেটেরিনারি অনুষদের আব্দুল্লাহ রহমান আলাফ, সমাজসেবা বিষয়ক সম্পাদক সমাজকর্ম বিভাগের অরণ্য, দপ্তর সম্পাদক সিএসই শাকিল আহমেদ, ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক গণিত বিভাগের ইলমা হিমা, ক্যাম্পাস উন্নয়ন বিষয়ক সম্পাদক ফার্মেসী বিভাগের সুমাইয়া নওশীন রাত্রি, সমাজকর্ম বিভাগের নেহাল এবং ছাত্রবৃত্তি সম্পাদক রাজনীতি বিভাগের আবিদ হোসেন, সমাজকর্ম বিভাগের অনিক, রাজনীতি বিভাগের সোহানুর রহমান। এছাড়া আরও ১০ জনকে বিভিন্ন বিভাগের সহসম্পাদক ও ৩৬ জনকে সাধারণ সদস্য করা হয়।
নবগঠিত এ কমিটির সভাপতি সাজ্জাদ হোসেনকে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, 'স্টুডেন্ট ফোরামের গঠনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সম্মান সমুন্নত রেখে শিক্ষার্থীদের সুসংগঠিত করে বিশ্ববিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীর জন্য কল্যাণমুলক কাজ করা সেচ্ছাসেবী হিসেবে। আশা করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব আচরণের মাধ্যমে আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবো।'
এমআই