সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ফুটবল মাঠে ফুটবল ও ক্রিকেট খেলা চলাকালীন সময়ে এক পাশের বল আরেক পাশে যাওয়া নিয়ে দু'পক্ষের দফায় দফায় মারামারির ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান তথ্যটি নিশ্চিত করেছেন। চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহবায়ক করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি।
পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান ও খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী। এছাড়া সদস্য সচিব হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. আমজাদ হোসেন।
রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, ‘ঘটনার সুষ্ঠু তদন্তে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছে। শনিবার অফিস খোলা হলে কমিটিকে এ বিষয়ে চিঠি দেওয়া হবে। কমিটিকে দ্রততম সময়ের মধ্যে ঘটনার কারণ অনুসন্ধানপূর্বক ভবিষ্যৎ করণীয় বিষয়ে উল্লেখ করে প্রশাসনের নিকট তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠের দক্ষিণ পাশে একদল শিক্ষার্থী ফুটবল এবং অন্য পাশে আরেকদল শিক্ষার্থী ক্রিকেট খেলছিলো। খেলার মাঝে এক পাশ থেকে আরেক পাশে বল যাওয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের খেলোয়াড়দের মধ্যে কথা কাটাকাটি হয়।
এসময় ফুটবল পক্ষের খেলোয়াড়রা ক্রিকেট খেলায় বাঁধা দিলে এবং ক্রিকেটের স্ট্যাম্পগুলো তুলে ফেলে দিলে উত্তেজিত হয়ে দুপক্ষের মধ্যে মারামারির সূত্রপাত হয়। পরবর্তীতে ক্যাম্পাসের ফুটবল মাঠ, ডায়না চত্বর ও মেডিকেলে বিক্ষিপ্তভাবে কয়েক দফায় মারামারির ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহতসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়।
সময় জার্নাল/এলআর