মাহবুবুল হক খান, দিনাজপুর প্রতিনিধি:
নির্বাচন কমিশনার রাশিদা সুলতানা বলেছেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আমাদের ইচ্ছা অবাধ সুষ্ঠু ,সুন্দর , নিরপেক্ষ নির্বাচন হবে ভোটাররা আসবে ভোটাধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে আমরা যন করতে পারি। সেটাই আমাদের মূল কাজ।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর-২০২৩) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক র্কাযালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর ঠাকুরগাও, পঞ্জগড় ও নীলফামারী জেলার রিটানিং অফিসার ও নির্বাচন সংশিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, আমরা রংপুর বিভাগের ৪টি জেলা পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর ও নীলফামারী জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট জেলার ২৮টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়ে বসেছি।
মূলত উনারাই নির্বাচনী কাজগুলা করেন এবং করবেন যাতে এই কাজগুলা আমরা সমন্বয় করে সুন্দরভাবে করতে পারি। সেই বিষয়ে বার্তা দেয়ার জন্যই আমাদের এখানে আসা।
নির্বাচন কমিশনার সুলতানা বলেন, এই নির্বাচনে বিএনপির মত একটি বড় দল অংশগ্রহণ করছে না। তারপরও এ নির্বাচনটি অংশগ্রহণমূলক হবে কিনা, আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রশ্নের উত্তর আমাদের সিইসি মহাদয় দিয়েছেন । এখানে নতুন করে কিছু বলার নেই। আমরা কােন কাজ এলােমলা করতে চাই না। এখন আমাদের সামনে যেটা করনীয় তা হলো নির্বাচনটা করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের উপর কােন চাপ নেই। আমরা কােন চাপের উপর বিশ্বাসী না। আমরা আমাদের মত করে যতটুকু করণীয় সংবিধান সম্মত করবো। যেভাবে নির্বাচন করা দরকার। সে পথে হাঁটছি, কোন চাপ নেই।
অনুষ্ঠানে সিভিল প্রশাসন, পুলিশ, র্যাব, বিজিবি, আনসারের উর্ধতন কর্মকর্তা ও দিনাজপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/এলআর