মেহরাজ হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মিরসরাইয়ে ৭টি কলেজে পাশের হার ৯২.৪৬%। জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে সেরা কলেজ মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ। এই কলেজ থেকে জিপিএ-প পেয়ে ৬৬ জন শিক্ষার্থী। আলিম পরীক্ষায় ৮টি মাদরাসায় পাশের হার শতভাগ। এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন আলিমে জিপিএ-৫ পেয়েছে ১৯ জন শিক্ষার্থী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হুমায়ুন কবির খান বলেন, উপজেলার ৭টি কলেজ থেকে চলতি বছর ২ হাজার ৫’শ ৪৯ জন পরীক্ষা দিয়ে উর্ত্তীন হয়েছে ২ হাজার ৩’শ ৫৭ জন। পাশের হার ৯২.৪৬%। জিপিএ-৫ পেয়েছে ১৫৭। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজে ৬৬ জন। তাদের পাশের হার ৯৯%। সর্বোচ্চ পাশের হার প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ৯৯.৩০%। তাদের জিপিএ-৫ সংখ্যা ৪৪ জন। নিজামপুর সরকারি কলেজ থেকে ৯’শ শিক্ষার্থী অংশ নিয়ে উর্ত্তীন হয়েছে ৮’শ৩৬ জন। পাশের হার ৯২.৮৯%। জিপিএ-৫ পেয়েছে ৩০জন।
এছাড়া আলিমে মিরসরাই লতিফিয়া কামিল মাদ্রাসায় পাশের হার শতভাগ। তাদের ১’শ শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ জন। সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে আবুতোরাব ফাজিল মাদ্রসায় ৯জন। তাদের ৫৮ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে শতভাগ।
মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আজমল হোসেন বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় আমাদের কলেজ থেকে ৬’শ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫শত ৯৪জন পরীক্ষার্থী পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। প্রতিষ্ঠার পর থেকে আমাদের কলেজটি উপজেলা পর্যায়ে পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতি অঙ্গনে শ্রেষ্ঠত্ব অর্জন করে আসছে।
এমআই