মো. জাহিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১৪তম উপাচার্য ছিলেন অধ্যাপক ড. আবু ইউসুফ। তিনি একজন বাংলাদেশী মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদ। চবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ছিলেন। পরবর্তীতে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি চবির ১৪তম উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের সেশনজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সমাদৃত। কিন্তু দায়িত্ব পালনের মাত্র ১ বছর ৯ মাসের মাথায়ই হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১০ সালের ২৮ নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। আজ তাঁর ১৪তম প্রয়াণ দিবস।
সাবেক উপাচার্য ড. আবু ইউসুফ স্যারের ১৪তম প্রয়াণ দিবসে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এমআই