এম.পলাশ শরীফ, বাগেরহাট :
বাগেরহাট-৪ মোরেলগঞ্জ শরনখোলা আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে মাঠ। কোমর বেধে মাঠে নেমেছে নিজ নিজ দলের প্রার্থীরা। আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মনোনিত প্রার্থীর সমর্থক কর্মীরা মাঠে চাঙ্গা। বিএনপি ও জামাত নেই মাঠে। আবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন এম এর জামিল হোসাইন। এদিকে এ আসনে আওয়ামীলীগের নতুন মুখ হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগকে দলীয় প্রার্থী হিসেবে মনোনিত করায় গ্রামে গ্রামে বইছে নেতা কর্মী ও সমর্থনকারিদের মধ্যে আনন্দ উল্লাস, চলছে মিষ্টি বিতরণ।
এবারে এ আসনটিতে আওয়ামীলীগের মনোনীত দলীয় প্রার্থী হিসেবে বাগেরহাট জেলা আওয়ামীলীগের সদস্য, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করছেন। জাতীয় পার্টির মনোনিত প্রার্থী উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা সাজন কুমার মিস্ত্রি লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মালয়েশিয়া আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম আর জামিল হোসাইন, তৃণমূল বিএনপির মনোনীত লুৎফর রহমান রিক্তা, এনপিপি মনোনীত মোঃ লোকমান হোসেন ও জাকের পার্টি মনোনীত মোঃ বাদল রেজা প্রতিদন্ধিতা করতে যাচ্ছেন। যদিও স্বাধীনতার পরবর্তীতে এ আসনটি আওয়ামীলীগের শক্ত ঘাটি হিসেবে পরিচিত। মোরেলগঞ্জ ও শরনখোলা দুটি উপজেলা ও ১টি পৌরসভা নিয়ে নির্বাচনী আসনটি। এ আসনে ইতিপূর্বে জাতীয় সংসদ নির্বাচনে ৭বারে আওয়ামীলীগের প্রার্থীরা বিজয় লাভ
করেছেন। জামায়াতে ইসলাম ও জাতীয় পার্টি ২বার করে নির্বাচিত নির্বাচিত হয়েছেন। এখানে ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৪৯ হাজার ৮৯৫ জন।
এ দিকে বাগেরহাট জেলা নির্বাচন অফিসার শেখ জালাল উদ্দিন জানিয়েছেন গতকাল মঙ্গলবার পর্যন্ত বাগেরহাট -৪ আসনের মনোয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম আর জামিল হোসাইনসহ ৫জনের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন তাদের নিজ নিজ দলের সমর্থনকারীরা।
দলীয় মনোনয়ন পেয়ে আওয়ামীলীগের প্রার্থী এইচ এম বদিউজ্জামান সোহাগ প্রতিক্রিয়ায় বলেন, দলের মধ্যে দ্বিধা দন্ধ নয় সকলেই নৌকার কর্মী। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা বজায় রাখতে ও স্মার্ট বাংলাদেল গড়ার লক্ষ্যে আওয়ামীলীগের ঘাটি হিসেবে পরিচিত এ আসনটিতে সাধারণ মানুষ আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করে শেখ হাসিনাকে উপহার দিবেন এ আসন।
জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাজন কুমার মিস্ত্রী বলেন, সফল রাস্ট্র নায়ক পল্লী বন্ধু এরশাদের পরিকল্পিত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে লাঙল প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। মোরেলগঞ্জ শরনখোলায় থাকবেনা দলাদলি, মামলা হামলার স্বীকার হতে হবেনা সাধারণ মানুষকে। চিকিৎসা ব্যবস্থা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মান করার পরিকল্পনা রয়েছে তার। জাতীয় পার্টি সরকার ক্ষমতায় আসলে উপজেলা পর্যায়ে বিচার ব্যবস্থা কোর্টকে পুনরায় চালু করা হবে।
স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম আর জামিল হোসাইন বলেন, আওয়ামীলীগের দলীয় সভানেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী নির্বাচনকে গ্রহণযোগ্য ও উৎসবমূখর করতে তিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন তারপরও দলীয় সিদ্বান্তের বাহিরে নয়। দলীয় নেত্রী ও দক্ষীন অঞ্চলের অভিভাবক জনতা শেখ হেলাল উদ্দিনের নির্দেশনা পেলে মনোনয়ন ফরম জমা দিবেন বলে তিনি জানান
এমআই