এস এম জহিরুল ইসলাম গাজীপুরঃ
২০২৩ সালের বেসরকারি নিন্ম মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা উপেক্ষা করে গড়ে উঠা প্রতিষ্ঠান বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
রোববার (৩ ডিসেম্বর) ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুর শাহীন সহ কিছু শিক্ষা প্রতিষ্ঠান একটি বিদ্যালয়ের অনুমতি নিয়ে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি বিদ্যালয়ের পাশে তাদের শাখা খোলে শিক্ষা বানিজ্য করে যাচ্ছে।
সরকারি নীতিমালা অনুযায়ী সিটি কর্পোরেশন, শিল্প এলাকা ও প্রথম শ্রেণীর পৌরসভা এলাকায় ১ কিলোমিটার ও মফস্বল এলাকায় একটি প্রতিষ্ঠান থেকে আরেকটি প্রতিষ্ঠানের দূরত্ব ২কিলোমিটার থাকা বাধ্যতামূলক করা হয়েছে। এই নীতিমালা বাস্তবায়ন করার দাবি জানান বক্তারা।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সদ্য প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেনটি বন্ধ এবং নির্দিষ্ট দূরত্বে অপসারণের জন্য কর্তৃপক্ষ হস্তক্ষেপ কামনা করেন।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, শিরিরচালা বাঘের বাজার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশরাফুল ইসলাম ও কমিটির সদস্যবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
এমআই