নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মহাখালীতে রয়েল ফিলিং স্টেশনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট কাজ করেছে।
বুধবার (৬ ডিসেম্বর) রাত ৭টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে যানজটের কারণে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি তারা। পরে সার্ভিসের দুই ইউনিট ৮টা ৩০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছেন।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মহাখালী রয়েল ফিলিং স্টেশনে আগুন নেভাতে তেজগাঁও ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ হয়েছে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাখালী বাস স্টেশনের পাশে রয়েল পেট্রোল পাম্পের সিলিন্ডারে আগুন লেগেছে।
এমআই