মো. জাহিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
আমাদের শিক্ষার্থীদের মানবিক হতে হবে যা কিছু সত্য ও সুন্দর তা প্রকাশ করতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই মন্তব্য করেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে চবিসাসের ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য বলেন, আমার খুব কষ্ট হয় যখন দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের থেকে র্যাংকে এগিয়ে যায়। আপনারা ইতিবাচক নিউজ করবেন। অনুসন্ধান করে নিউজ করবেন। আমাদের শিক্ষার্থীদের মানবিক হতে হবে যা কিছু সত্য ও সুন্দর তা প্রকাশ করতে হবে।
তিনি আরও বলেন, আপনারা সাংবাদিকরা অবশ্যই জানেন এবছর ২৫ জন শিক্ষক বিদেশে স্কলারশিপ নিয়ে গিয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ের এগিয়ে যাওয়ার জন্য গবেষনায় জোর দেওয়া প্রয়োজন। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক খ্যাতনামা বিজ্ঞানী আছে, যারা উপযুক্ত প্রণোদনা পেলে অনেক ভালো করবে।
এতে আরও বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন নিপু, প্রক্টর অধ্যাপক ড. নুরুল আজিম সিকদার, চবিসাসের সাবেক সভাপতি আশহাবুর রহমান শোয়েব এবং সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী।
এমআই