মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

বৃহস্পতিবার, ডিসেম্বর ৭, ২০২৩
ফরিদপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

এহসান রানা,  ফরিদপুর  প্রতিনিধি 

ফরিদপুর সিভিল সার্জনের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে  অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। 
 
বৃহস্পতিবার বেলা ১১ টায় ফরিদপুর সদর হাসপাতালের তৃতীয় তলায় ফরিদপুরের সিভিল সার্জন ডা: মোঃ সিদ্দিকুর রহমান এর উপস্থিততে ও মেডিকেল অফিসার ডা আলামিন সারোয়ার এর সঞ্চালনায় উক্ত অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ভিটামিন এ ক্যাপসুল সম্পর্কিত বিভিন্ন তথ্য ও ধারণা  প্রদান করেন মেডিকেল অফিসার ডা: আলামিন সরোয়ার।

ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন ডা সিদ্দিকুর রহমান জানান, আগামী ১২ ই ডিসেম্বর দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।  সেদিন  ফরিদপুর জেলার মোট ১৯৪৫টি টিকাদান কেন্দ্রে ৬থেকে ১১ মাস বয়সী ৪২৬৫৭ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী
২,৬২,০৫৩ জন শিশুকে একটি লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি আরো  জানান,   ফরিদপুরের ৯ উপজেলা,  ৬টি পৌরসভা, ৭৯টি ইউনিয়ন এবং ২৪০ টি ওয়ার্ডে  ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।জেলায় মোট শিশুর সংখ্যা ৩,০৪,৭১০ জন।

এ কাজে ৩৮৯০ জন কর্মী, মাঠ পর্যায়ে ৫০৩ জন স্বাস্থ্যকর্মী, এবং পরিবার পরিকল্পনা বিভাগের ৪৭২ জন কর্মী অংশগ্রহণ করবেন।

মেডিকেল অফিসার ডা আলামিন সারোয়ার জানান,   স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ  পর্যায়ের সর্বমোট ৯৭৫ জন কর্মী, ২৯১৫ জন স্বাস্থ্যসেবী, এবং ৯টি জেলা পর্যায়ে তদারকি টিম, প্রথম সারির সুপারভাইজার ৩০৬ জন এবং  ৬৪ জন দ্বিতীয় শ্রেণীর সুপারভাইজার উক্ত ক্যাম্পেইন এর কার্যক্রমে অংশগ্রহণ করবেন।

এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও  ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৫ সময় জার্নাল