সময় জার্নাল প্রতিবদেক:
চীনের বেইজিংয়ে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মনিয়ন্ত্রক বিসিএস (বাণিজ্য) মো. জিয়াউর রহমান।
বুধবার (৬ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত কর্মকর্তাকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি বাণিজ্য মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
এমআই