শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

মাভাবিপ্রবিতে কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি

শুক্রবার, ডিসেম্বর ৮, ২০২৩
মাভাবিপ্রবিতে কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদের নতুন কমিটি

জোবায়ের আহমদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা ‘ কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদ, মাভাবিপ্রবি’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। যা কিশোরগঞ্জ জেলা হতে আগত শিক্ষার্থীদের একটি অন্যতম সংগঠন।

এক বছর মেয়াদী নতুন কমিটিতে সভাপতি হলেন বায়োকেমিস্ট্রি এ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের (4/2) শিক্ষার্থী শহীদুল ইসলাম সানভি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের (4/2) শিক্ষার্থী আশরাফুল হাসান ইমাদ।। শুক্রবার (০৮ নভেম্বর) সংগঠনের বিদায়ী সভাপতি মেহেদী হাসান জনি ও সাধারণ সম্পাদক আলী আসাদুল্লাহ আরিফে'র স্বাক্ষরিত পরিষদের দাপ্তরিক প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

উক্ত কমিটির সদ্য সভাপতি বলেন-"প্রাণের সংগঠন "কিশোরগঞ্জ জেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি পদে আমাকে নির্বাচিত করায় শ্রদ্ধেয় উপদেষ্টামন্ডলির নিকট বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে নবগঠিত কমিটির সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতায় প্রিয় সংগঠনকে আরও প্রাণবন্ত করার লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ। " 
এবং সাধারণ সম্পাদক ইমাদ বলেন-"
আজ এই এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক পদের মত গুরুদায়িত্ব পেয়ে আমি গর্বিত। সকলের প্রতি আমার আহব্বান থাকবে এসোসিয়েশনের সার্বিক সাফল্যে ও উন্নতিতে এগিয়ে আসার জন্য! এবং এই এসোসিয়েশনের সবাইকে নিজ নিজ জীবনে সফলতা অর্জন করে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।"
তাছাড়াও নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন ফাহিম আশরাব রাহাত(Pharma 4/2),ইসরাত সারা (Pharma 4/2) ও তনিমা তাবাসসুম রিনিক (Math 4/2).

যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন রাকিবুল ইসলাম (BBA 4/2 ), সারোয়ার আলম (Stat 3/2), মো: শামীম (CSE 3/2) এবং সাংগঠনিক সম্পাদকরা হলেন, মাহিন আহমেদ (ESRM 3/2) মাহফুজা আইরিন ইন্না(3/2) ও (Pha 3/2); সহ সাংগঠনিক সম্পাদক উমর হাসান জনি (FTNS 2/2), জুনায়েদ (Math 2/2), জাকারিয়া খান(2/2)
 প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন অর্থনীতি বিভাগের (2/2) জোবায়ের আহমদ। উপ প্রচার প্রচারণা বিষয়ক সম্পাদক সিফাত শিপু (ESRM 1/2) রামেসা আলভি মাতৃকা (CSE 1/2)

কোষাধ্যক্ষ: আরাফাত (Eco 3/2), অভিষেক সজিব(CPS 2/2);
দপ্তর সম্পাদক : রায়হান আহমেদ দিগন্ত (PHY 2/2)
উপ-দপ্তর সম্পাদক : নাহিদুর রহমান তুষার (ICT 1/2)
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ আব্দুস সালাম (ICT 2/2)
উপ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক : সায়েম হোসেন (CSE 2/2)
ক্রিড়া বিষয়ক সম্পাদক : মুন্না (Accounting 2/2)
উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক : আদনান সিদ্দিক রাতুল (ECO ১/২)
আপ্যায়ন বিষয়ক সম্পাদক: শাকিল (Tex 2/2)
উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক : মোঃ মুস্তাকিম (TEX 1/2)
উন্নয়ন বিষয়ক সম্পাদক : মোঃ আশরাফুল ইসলাম (ICT 2/2)
উপ উন্নয়ন বিষয়ক সম্পাদক : আজিজুল হক (STAT 1/2)
সংস্কৃতি বিষয়ক সম্পাদক: নিশাত চৌধুরী রীচি (ECO 2/2)
উম্মে হাবিবা ইউশা (CHEM 2/2);

উপ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক: শাহরিয়ার আলম তন্নী (CPS 1/2)
তাছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছে:
জুবায়ের (Acoounting1/1)
লাবণ্য (ECO1/1)
আনিকা (Phy 1/1)
নাইম (ICT 1/1)
তানভীর (Phy1/1)
লিসান (CSE1/1)
শোভন (ICT 1/1)


উক্ত সংগঠনটির উপদেষ্টা হিসেবে আছেন:-
অপূর্ব আকাইদ
মাহমুদ ইমরান রাব্বি
আতিকুর রহমান সবুজ
আরিফ হোসেন রমজান
রুমান আরেফিন
অমিত আচার্য
আতিকুর রহমান ইমরান
মেহেদী হাসান জনি
মেহেদী কবির
মিসবাহুল আলম
আশিকুর রহমান প্লাবন
কামরুল ইসলাম
আলী আসাদুল্লাহ আরিফ
আনাস ভূঁইয়া
সাইদুল ইসলাম রূপক এবং প্রমুখ। 

সংগঠনের নতুন কমিটি পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা।

সবশেষে নতুন কমিটি নিয়ে প্রচার সম্পাদক অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জোবায়ের আহমদ বলেন, কিশোরগঞ্জ জেলা থেকে আসা শিক্ষার্থীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুন কমিটি সামনে এগিয়ে যাবে এবং এই কমিটির মাধ্যমে শিক্ষার্থীরা একে অপরের সাথে সৌহার্দ্যের মেলবন্ধনে আবদ্ধ হতে পারবে বলে আশা প্রকাশ করছি।

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল