মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা চৌদ্দগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি দমন ও প্রতিরোধ দিবসে মানববন্ধন এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা পরিষদে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম এ বাহার। চৌদ্দগ্রাম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ ইব্রাহিমের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাশেদা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা, চৌদ্দগ্রাম উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহের হোসেন জামাল, সিনিয়র সাংবাদিক এম এ কুদ্দুস, মিয়াবাজার তোষণ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা রায়হান, চৌদ্দগ্রাম দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য হুমায়ুন কবির, শিক্ষার্থী ঐশি জাহান মোহনা, ফারজানা আক্তার, জান্নাতুল মাওয়া, সাজ্জাতুর রশিদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ উল্লা ভুঁইয়া, পেইজ ডেভেলপমেন্ট চৌদ্দগ্রাম শাখার ব্যবস্থাপক মোতাহের হোসেন, ইয়ং পাওযার ইপস উপজেলা সম্মনয়কারী মোহর আলীসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সময় জার্নাল/এলআর