জাহিদুল ইসলাম, রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে (সম্মান) ভর্তি পরীক্ষার তারিখ জানানো হয়েছে। আজ (১১ ডিসেম্বর) বেলা ১২টায় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা আগামী ৫, ৬ ও ৭ মার্চ, ২০২৪ অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের ৮ থেকে ১৭ জানুয়ারি প্রাথমিক আবেদন জমা দেয়া যাবে।গত বছরের ন্যায় এবারও দ্বিতীয় বার ভর্তি পরিক্ষায় অংশগ্রহণ করার সুযোগ থাকবে।
প্রসঙ্গত, গতবার প্রত্যেক ইউনিটে চার শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষায় ৩৯৩০টি আসনের বিপরীতে তিন ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছিল মোট ১ লাখ ৭৮ হাজার ৫৭৪টি। এর মধ্যে 'এ' ইউনিটে ৭২ হাজার ৫০টি, 'বি' ইউনিটে ৩০ হাজার ৬৭৪টি এবং 'সি' ইউনিটে চূড়ান্ত আবেদন জমা পড়েছিল ৭৫ হাজার ৮৫০টি। এ হিসাব অনুযায়ী ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়াই করেছিল ৪৫ জন ভর্তিচ্ছু।
এমআই