বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩
মেহরাজ হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি,
চট্টগ্রামের মিরসরাইয়ের গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের ১১ তম সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক এস এম আবু সুফিয়ান।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে বিদ্যালয়ের সভাপতি গঠনকল্পে বিদ্যালয় সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন খানের সভাপতিত্বে এস এম আবু সুফিয়ানকে সভাপতি নির্বাচন করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি এস এম আবু সুফিয়ান বলেন, এই বিদ্যালয়ের সাথে আমার আবেগ, স্মৃতি জড়িয়ে আছে। আমি সব সময় বিদ্যালয়ের কল্যাণে কাজ করেছি ভবিষ্যতেও করে যাবো।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ খান, দাতা সদস্য মানিক রতন শর্মা, প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি এস এম সিরাজুল ইসলাম, বিদ্যাশিক্ষক অভিভাবক সদস্যরা এস এম আবু সুফিয়ান টানা গত ১০ বছর বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য।
সময় জার্নাল/এলআর