বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩
জোবায়ের আহমদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ২০ বছর পুর্তি উৎসবের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। ২০০৩ সালের ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিভাগটির অনুমোদন দেয় এবং ২০০৪ সালে প্রফেসর ড ইউসুফ শরীফ আহমেদ খান বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে বিভাগের শিক্ষাকারর র্যক্রম শুরু করেন।
আজ ১৩ ডিসেম্বর ২০২৩ তারিখ বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেন কেক কাটা, শুভেচ্ছা বানী এবং র্যালির মাধ্যমে ২০ বছর পূর্তি উতসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন। ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে সকলকে অভিনন্দন জানান এবং বিভাগের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিভাগের সভাপতি প্রফেসর ড. এ, এস, এম সাইফুল্লাহ। বিভাগীয় চেয়ারম্যান তাঁর বক্তব্যে বিভাগের সকল বর্তনাম এবং প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানান এবং তাদের সকলের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এ আর এম সোলাইমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড মোঃ সিরাজুল ইসলাম, লাইফ সায়েন্স ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড মো উমর ফারুক, বিশ বছর উদযাপন কমিটির আহ্বায়ক ড শিমুল রায় সহ শিক্ষকবৃন্দ, কর্মকর্তাবৃন্দ।
সময় জার্নাল/এলআর