বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩
সাইফ ইব্রাহিম, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির দ্বি-বার্ষিক কার্যনির্বাহী পরিষদ-২০২৪-২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার টিপু সুলতান (২৭৪ ভোট) সভাপতি এবং পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের সহকারী রেজিস্ট্রার ওয়ালিদুর হাসান মুকুট (২৭৯ ভোট) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টা থেকে দুপুর সাড়ে ৩ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনের নিচতলায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ২ টায় প্রধান নির্বাচন কমিশনার রবিউল ইসলাম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
জানা যায়, নির্বাচনে ১৫ টি পদের বিপরীতে দুইটি পূর্ণাঙ্গ প্যানেল (টিপু-মুকুট এবং জোহা-টুটুল পরিষদ) ও একজন সতন্ত্রভাবে সভাপতি পদে মোট ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবং মোট ৪৯৯ জন কর্মকর্তার মধ্যে ৪৮৮ জন ভোট প্রদান করেন। এর মধ্যে ৭টি বাতিল বলে গণ্য হয়। নির্বাচনে টিপু-মুকুট পরিষদ পূর্ণ প্যানেলে জয় লাভ করেছে।
প্যানেলটির নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি আনোয়ার হোসেন স্বপন (২৫৬) ও বাবুল হোসেন (২৫৬), যুগ্ম-সাধারণ সম্পাদক সফিউল ইসলাম খান (২৮৭), কোষাধ্যক্ষ হুসাইন (৩১৬), প্রচার ও দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক (৩০৫), সাংস্কৃতিক ও সাহিত্য পত্রিকা সম্পাদক মশিউর রহমান টোকন (২৭৬), মহিলা বিষয়ক সম্পাদক সুলতানা পারভীন (২৭২)।
এছাড়া নির্বাহী সদস্যরা হলেন, অশোক চন্দ্র বিশ্বাস (২৪৬), আনিচুর রহমান আনিচ (২৪৬), ওলিউর রহমান সেতু (২৯৮), মিরাজুল ইসলাম (৩০৪), আব্রাহাম লিংকন (২৭১), জে. এম ইলিয়াস (২৭৬)।
সময় জার্নাল/এলআর