বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩
মো. জাহিদুল হক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) 'চিটাগং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি'র (সিইউডিএস) উদ্যোগে 'সিইউডিএস আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৩' অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বুধবার (১৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে মুক্ত চিন্তা বিকাশে বিভিন্ন বিভাগের ২৪টি দলের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ৩০০ টাকা রেজিষ্ট্রেশন ফি জমা দিয়ে নিজেদের আসন নিশ্চত করতে হবে।
আগামী শুক্রবার(১৫ ডিসেম্বর) চবির ব্যবসায় প্রশাসন অনুষদে প্রাথমিক পর্বের বিতর্ক অনুষ্ঠিত হবে এবং আগামী ১৭ই ডিসেম্বর চবির বুদ্ধিজীবী চত্বরে চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ২৪টি দল ও দেশসেরা বিতার্কিকদের মধ্যে ১৫ জনের বিচারকমন্ডলীসহ প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করবে। ট্যাব ফরম্যাটে এশিয়ান সংসদীয় বিতর্ক (বাংলা) পদ্ধতিতে প্রতিযোগিতাটি চালিত হবে।
এছাড়াও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য বেণু কুমার দে। এছাড়াও অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন 'সিইউডিএস' এর মডারেটর, আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক এবিএম আবু নোমান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিইউডিএস এর সভাপতি কায়েস মুহাম্মদ সাইফুল্লাহ, যুগ্ম সম্পাদক মারজুক-ই-ইলাহী যুগ্ন আহ্বায়ক দীপ্ত দীপায়ন অর্নব মিত্র ও মেহেদী হাসান ইমন।
উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত সিইউডিএস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন। ২৮ বছরের ধারাবাহিকতায় বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে মেধা মননের বিকাশ ও যুক্তিবুদ্ধির চর্চায় কাজ করে চলছে। এরই ধারাবাহিকতায় তরুণ সমাজের মধ্যে চিন্তাচেতনার জাগরণের প্রয়াসে আমাদের এই আয়োজন।
সময় জার্নাল/এলআর