বুধবার, ডিসেম্বর ১৩, ২০২৩
মামুনুর রশিদ মাহিষ (সীতাকুণ্ড) প্রতিনিধি:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকা থেকে একটি অসুস্থ শকুন উদ্ধার করা হয়।মঙলবার বিকাল ৪ টার সময় উপজেলার ভাটেরখীল এলাকা থেকে খবর পেয়ে শকুনটি উদ্ধার করেন উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
যার ওজন আনুমানিক ৯ কেজি।জানা যায়,রবিবার সকালে সমুদ্রে মাছ ধরতে গিয়ে রাকিব নামের এক যুবক শকুনটিকে শেয়ালের হাত থেকে রক্ষাকরে বাসায় নিয়ে আদর-যত্নকরে রাখেন নীজের কাছে।
দুইদিন ধরে মুরগির মাংস, মাছ খাইয়ে এটিকে বাঁচিয়ে রাখেন রাকিব । শকুনটিকে দেখতে এলাকার লোকজন ভিড় জমাতে থাকে।
পরে এলাকায় জানা জানি হলে, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরকে খবর দেওয়া হয়।উদ্ধারকারী দল তাৎক্ষনিক এটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় পরবতীর্তে এটি বণ্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানান,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু।
সময় জার্নাল/এলআর