শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

দুর্বৃত্তদের হামলায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৪, ২০২৩
দুর্বৃত্তদের হামলায় বশেমুরবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে ছুরিকাহত করেছে দুর্বৃত্তরা।

 বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জেলা শহরের হরিদাশপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ছুরিকাহত শিক্ষার্থীর নাম আহসান উল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ার পাশাপাশি ১০ টির অধিক সেলাই প্রদান করা হয়েছে। 

 এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বলেন,ওসির সাথে এ বিষয়ে কথা হয়েছে। তিনি ব্যবস্থা নিবেন বলে আশ্বাস দিয়েছেন। আমরা খোঁজ খবর রাখছি পুরো ঘটনার।

 এ বিষয় গোপালগঞ্জ সদর থানার ওসি মো: আনিচুর রহমান বলেন,আমরা অফিসার পাঠিয়েছি।এটা যে বা যারা করুক, তাদের বিরুদ্ধে আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

এমআই 


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল