এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে।
বৃহস্পতিবার সকাল নয়টায় জেলার শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবরে ফুলের শ্রদ্ধাঞ্জলি জানানোর মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। এসময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।
পরে জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো: শাহজাহান, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক, সামাজিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে গণকবরের ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
পরে জেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও তাৎপর্র্য শীর্র্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াছিন কবিরের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো: শাহজাহান প্রমুখ।
এছাড়াও সন্ধ্যায় শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন গণকবরে মোমবাতি প্রজ্জলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কর্মসুচি রয়েছে।
এমআই