মোঃ আবদুল্যাহ চৌধুরী, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীতে নানা আয়াজনের মধ্য দিয়ে যথাযত মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ আজ বৃহস্পতিবার সকাল দশটায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, এলজিইডি ও নোয়াখালী প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালীর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আজহারুল ইসলাম, সিনিয়র সহকারি প্রকৌশলী আনোয়ার পারভেজ, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, সিনিয়র যুগ সম্পাদক আকবর হোসেন সোহাগ ও ইকবাল সুমন সহ বিভিন্ন সরকারি - বেসরকারি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে এক আলাচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক নাজিমুল হায়দারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলাম ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নোয়াখালীর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মিলন।
বিকেল আসরের নামাজের পর জেলা জামে মসজিদ, মন্দির ও গির্জায় বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। সন্ধ্যায় মুজিব চত্বরে শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়।
এমআই