মেহরাজ হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রাামের মিরসরাইয়ে পৃথক অগ্নিকান্ডে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগতরাত ১টা ও সাড়ে ৩টার দিকে উপজেলার মিঠাছরা উত্তর বাজার নজরুল ইসলাম টিপুর মার্কেট ও সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাওয়ার আগে আগুনে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। অন্যদিকে মিরসরাই সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর তালবাড়িয়ার জামালের দোকান এলাকায় আব্দুল হাইয়ের বসতঘর বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলো, রফিকুল ইসলামের যমুনা ডেকোরেটার্স, আনোয়ার হোসেন জিয়ার মুদি দোকান, বাবলুর ফার্নিচারের দোকান, তৌহিদের ফার্নিচারের দোকান, মানিকের ফার্নিচারের দোকান, করিমের ফার্নিচারের দোকান, সাইফুলের লাইটিংয়ের দোকান ও খোকনের দুটি দোকান। এছাড়াও মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়িয়া এলাকায় আব্দুল হাইয়ের টিনশেড ঘর পুড়ে গেছে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ যমুনা ডেকোরেটার্সের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাতে আমার দোকানের দুই কর্মচারি দোকানে ঘুমিয়ে ছিলো। হঠাৎ করে রাতে দোকানের চারপাশে অন্ধকার হয়ে গেছে। তখন তারা দ্রæত দোকান থেকে বের হয়ে যায়। অগ্নিকান্ডে আমার ডেকোরেশনের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ আরেক ব্যবসায়ী সাইফুল বলেন, রাত আনুমানিক ৩টার দিকে পাশ^বর্তী খোকনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একে ৯টি দোকানের সম্পূর্ণ মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। আমরা একেবারে পথে বসে গেছি। কিভাবে মাথা তুলে দাঁড়াবো বুঝতেছিনা।
মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, মিঠাছরা বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রæত ঘটনাস্থলে চলে যাওয়াতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে। না হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি হতে পারতো।
তিনি আরো বলেন, এরআগে রাত ১ টা দিকে মিরসরাই সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের উত্তর তালবাড়িয়ার জামালের দোকান এলাকায় আব্দুল হাইয়ের বসতঘর বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তাধীন।
এমআই