মো: মঈন উদ্দিন রায়হান, ময়মনসিংহ প্রতিনিধি :
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) উদ্যোগে নগরীর ১১টি পয়েন্টে বিনামূল্যে ফের মাস্ক ক্যাম্পেইন শুরু হয়েছে। বুধবার (২৬ মে) দুপুরে টাউন হল মোড়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন মেয়র মো. ইকরামুল হক টিটু।
মেয়র টিটু বলেন, বাংলাদেশে প্রতিনিয়ত করোনা সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে। তাই নিয়মিত এবং সঠিক নিয়মে মাস্ক পরিধানের কোন বিকল্প নেই। করোনার প্রথম ঢেউ মোকাবেলায় ইতোমধ্যে আমরা কয়েক লক্ষ মাস্ক বিতরণ করেছি।এবারো প্রায় ৩০ হাজার মাস্ক বিতরণ করা হবে।
ক্যাম্পেইন উদ্বোধনকালে ময়মনসিংহ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন, ওর্য়াড কাউন্সিলরবৃন্দ, মসিক জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সময় জার্নাল/ইএইচ