নিজস্ব প্রতিবদেক:
বাংলালিংক আজ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবস ২০২৩ উদযাপন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় 'টাইগারস ডেন'-এ জাতীয় পতাকা উত্তোলনের সময় উপস্থিত ছিলেন বাংলালিংক-এর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।
বাংলালিংক দেশের প্রযুক্তিগত উন্নয়নের যাত্রায় নির্ভরযোগ্য সহযোগী হিসেবে দেশ ও জনগণকে সেবা প্রদান করে যাচ্ছে। দেশে ডিজিটাল বিভাজন দূরীকরণে ও ডিজিটাল লক্ষ্যমাত্রা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। দেশজুড়ে উন্নত সংযোগের সুবিধা দিয়ে ৪.৩০ কোটিরও বেশি মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে ভূমিকা রাখছে বাংলালিংক। এর পাশাপাশি তাদের বিভিন্ন চাহিদা ডিজিটাল সেবার মাধ্যমে পূরণ করে প্রযুক্তিতে উন্নত বাংলাদেশ গড়ায় অবদান রাখছে প্রতিষ্ঠানটি। বিনোদন, স্বাস্থ্য, ই-কমার্স, শিক্ষাসহ নানা ক্ষেত্রে মানুষের চাহিদা পূরণের জন্য বাংলালিংক নিয়ে এসেছে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা।
বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “আমরা জাতির মহান বিজয় উদযাপনের পাশাপাশি শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করেছি। দেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে আমরা এর প্রতিটি সাফল্যের অংশ হতে প্রতিশ্রুতিবদ্ধ। সকল শ্রেণী পেশার মানুষকে উন্নত ডিজিটাল সুবিধা দিয়ে আমরা বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে যাবো।”
এমআই