শাহিনুর ইসলাম প্রান্ত, লালমনিরহাট প্রতিনিধি:
হাতীবান্ধার রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য, জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবসে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল), থানা পুলিশ, ফায়ার সার্ভিস, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষের সাথে হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটি'র পক্ষ থেকেও উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এ সময় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অন্যান্য কর্মসূচিতে অংশ গ্রহণ করে ইউনিটির কর্মরত সংবাদকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন- হাতীবান্ধা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রকিবুল হাসান রিপন, সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম প্রান্ত, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, দফতর সম্পাদক রায়হানুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান জাহিদ, সদস্য মমিনুর রহমান, মাজারুল রিফাত প্রমুখ।
এমআই