রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয় বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতি কতৃক আয়োজিত "আবু ইউসুফ সুমন স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের " ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর ) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলো বৃহত্তর চট্টগ্রাম ছাত্র সমিতির সম্মানিত উপদেষ্টা ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিন, সমিতির বর্তমান সভাপতি মোঃ রাশেদ, সাবেক সভাপতি মোঃ আশরাফুল ইসলাম।
ফাইনালে সেন্টমার্টিন ডাইনামাইটসকে ৪ উইকেটে হারিয়ে এই টুর্নামেন্টের ৩য় আসরে বিজয়ী হয় কাপ্তাই গ্লাডিটিয়র্স।
টস জিতে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৫ রান করতে সমর্থ হয় সেন্টমার্টিন ডাইনামাইটসের ব্যাটসম্যানরা। ৫৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৮.৫ ওভারে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় কাপ্তাই গ্লাডিটিয়র্স টিম।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. জসিম উদ্দিন বলেন, খেলাধুলা শিক্ষা ও বিনোদনের অংশ। এটা দেহকে সুস্থ, কর্মক্ষম ও প্রাণ-প্রাচুর্যে পূর্ণ করার জন্যে অপরিহার্য। যা সুস্থ শরীর ও মনের যে শক্তি ও সুদৃঢ় বুনিয়াদ সেটা রচনা করে।
এছাড়া খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের সামনে নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এমআই