আবদুল্লাহ কাদের, মালদ্বীপ প্রতিনিধি:
বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে মালদ্বীপ সরকার - যা ২০১৯ সালে অনথিভুক্ত অভিবাসী শ্রমিকদের উপর দীর্ঘদিনের সমস্যা মোকাবেলায় আরোপিত নিষেধাজ্ঞা ছিল।
রোববার (১৭ ডিসেম্ব) ২০২৩ স্থানীয় গণমাধ্যমকে এর তথ্য নিশ্চিত করছেন হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় ,এবং বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের অনুমতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দ্বীপ রাস্ট্র সরকার। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও নিশ্চিত করেন সরকার।
কিন্তু এই মুহূর্তে অন্যান্য দেশ থেকে শ্রমিক নিয়োগ স্থগিত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রণালয় , অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয় পরিচালিত প্রবাসী ব্যবস্থাপনা ব্যবস্থা এক্সপিএটি অনলাইন-এ আপলোড করা তথ্যগুলো রোববারের শেষ নাগাদ প্রক্রিয়াকরা হবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য মালদ্বীপ ২০১৯ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন দ্বীপ রাস্ট্রের সরকার , তৎকালীন অর্থনৈতিক মন্ত্রী ফায়াজ ইসমাইল বলেছিলেন যে সরকার প্রতিটি দেশ থেকে শ্রমিকের সংখ্যা ১৫০,০ এ সীমাবদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, অনিবন্ধিত শ্রমিক গণনা করলে দেখা যায় বাংলাদেশি শ্রমিকদের অধিক পরিমাণে পৌঁছে গেছে। এবং নিষেধাজ্ঞাটি মূলত এক বছরের জন্য ছিল, তবে পরে বাড়ানো হয়েছিল।
এদিকে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করা হলে কাউন্সিলর (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ সোহেল পারভেজ বলেন বাংলাদেশীদের জন্য শ্রম বাজার পুনরায় চালুর সিদ্ধান্ত অত্যন্ত ইতিবাচক। মিশন হতে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে। নতুন ভিসা খোলার খবরে এত তাড়াহুড়ার কিছু নাই। যথাযথ নিয়ম মোতাবেক সবকিছু হবে।
নতুন ভিসা চালু হবে এবং একই সাথে অবৈধ লোক কে বৈধ হতে হবে। নিয়োগকর্তা চাইলে এক্সপ্যাট সিস্টেমে বাংলাদেশীদের ওয়ার্ক পারমিট এর জন্য আবেদন করতে পারবেন। ভিসা চালুর খবরে সবাইকে সচেতন হতে হবে এবং কোন দালালের প্রলোভনের ফাঁদে পড়া যাবেনা এবং তাদের সাথে কোন প্রকার লেনদেন করা যাবে না।
সময় জার্নাল/এলআর