রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল

মঙ্গলবার, ডিসেম্বর ১৯, ২০২৩
হরতালের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল

মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম, কুমিল্লা:

সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবী আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।

মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান মনির ও দেলোয়ার হোসেন মজুমদার মাসুম। 

উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।

মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করা হয়েছে। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এদিকে সকল প্রকার নাশকতা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানা গেছে। 

সময় জার্নাল/এলআর


Somoy Journal is new coming online based newspaper in Bangladesh. It's growing as a most reading and popular Bangladeshi and Bengali website in the world.

উপদেষ্টা সম্পাদক: প্রফেসর সৈয়দ আহসানুল আলম পারভেজ

যোগাযোগ:
এহসান টাওয়ার, লেন-১৬/১৭, পূর্বাচল রোড, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২, বাংলাদেশ
কর্পোরেট অফিস: ২২৯/ক, প্রগতি সরণি, কুড়িল, ঢাকা-১২২৯
ইমেইল: somoyjournal@gmail.com
নিউজরুম ই-মেইল : sjnewsdesk@gmail.com

কপিরাইট স্বত্ব ২০১৯-২০২৪ সময় জার্নাল