মোঃ এমদাদ উল্যাহ, চৌদ্দগ্রাম, কুমিল্লা:
সংসদ ভেঙে দিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের এক দফা দাবী আদায়ের লক্ষ্যে চলমান আন্দোলনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার সকালে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাসান মনির ও দেলোয়ার হোসেন মজুমদার মাসুম।
উপজেলা যুবদলের আহবায়ক জামাল উদ্দিন মামুন বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদার নেতৃত্বে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।
মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালের সমর্থনে মিছিল করা হয়েছে। এ সময় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে সকল প্রকার নাশকতা এড়াতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানা গেছে।
সময় জার্নাল/এলআর