সময় জার্নাল প্রতিবেদক :
বিএসটিআই লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে ফ্রুট ড্রিংকস, কার্বনোনেটেড বেভারেজসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে আশুলিয়ার গ্রুপ ৫০ এগ্রো ফুডস এন্ড বেভারেজে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার উক্ত প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ পণ্য জব্দ করা হয়। প্রতিষ্ঠানের ম্যানেজারকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
এছাড়াও প্রতিষ্ঠানটি বিএসটিআই’র লাইসেন্স গ্রহণে বাধ্যতামূলক পণ্যের তালিকাভুক্ত লিচি ফ্লেভার্ড ড্রিংকস, ম্যাংগো ফ্লেভার্ড ড্রিংকস, মুড়ি, সয়াবিন তেল, চিলি পাউডার, টকলেটসহ বিভিন্ন পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিলো। কিন্তু এসব পণ্যের উৎপাদন ও বাজারজাত করা জন্য বিএসটিআই থেকে কোন ধরণের মান সনদ গ্রহণ করা হয়নি। এমনকি মান সনদ গ্রহণের আবেদনও করা হয়নি।
এ সময় এসব পণ্যের বিপুল পরিমাণ মোড়ক ও খালি বোতল জব্দ করা হয়। প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জরিমানা ও মামলা করা হয়। পাশাপাশি কারখানাটি সীলগালা করা হয়।
সময় জার্নাল/ইএইচ