বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:
অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) মানবিক সংগঠন 'আলোকিত মানুষ '।
মঙ্গলবার (19.12.23)দুপুর তিনটায় শেকৃবি সেন্ট্রাল খেলার মাঠে শীতবস্ত্র বিতরণ করে সংগঠনটি।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শহীদুর রশীদ ভূঁইয়া, উপ-উপাচার্য অধ্যাপক ড. অলোক কুমার পাল এবং ট্রেজারার অধ্যাপক ড.নজরুল ইসলাম ,প্রক্টর অধ্যাপক হারুণ-অর-রশিদ ,এএসভিএম অনুষদের ডিন এবং সংগঠনটির চিফ মডারেটর অধ্যাপক ড.কে বি এম সাইফুল ইসলাম এবং মাষ্টার্স ও অনার্সের বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.শহীদুর রশীদ ভূঁইয়া বলেন,
আলোকিত মানুষকে ধন্যবাদ জানাই এরকম আয়োজন করার জন্য এবং যেহেতু দিন দিন লোকসংখ্যা বাড়ছে তাই আমাদেরও কম্বল এবং অন্যান্য বাস্তু সামগ্রী সংখ্যা বাড়াতে হবে যাতে সবাইকে আমরা বিতরণ করতে পারি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বলেন,
যারা শীতে কষ্ট পাচ্ছে তাদের মধ্যে কম্বল এবং অন্যান্য বস্ত্র সামগ্রী বিতরন করা হচ্ছে।এটি মানবিক গুণাবলীর একটি কাজ এই কাজকে আমরা উৎসাহিত করি। যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছে তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
এমআই