বুধবার, ডিসেম্বর ২০, ২০২৩
মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি রোধে করনীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকালে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. রাসেল ঢালী।
এতে বক্তব্য দেন ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের উর্ধ্বতন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. রাসেল ঢালী। কর্মশালায় করোনাভাইরাস রোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি যক্ষা ও ডেঙ্গু থেকে মুক্ত থাকার জন্য পরামর্শ দেন চিকিৎসকরা। এতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ইমাম, পুরোহিত, শিক্ষক ও সাংবাদিকরা অংশ নেন।
সময় জার্নাল/এলআর