সময় জার্নাল প্রতিবেদক, ঢাকা : কোভিড-১৯ এ গত ২৪ ঘণ্টা দেশে ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৪৮০ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত একদিনে নতুন করে ১২৯২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সংক্রমণ বেড়ে দাঁড়ালো ৭ লাখ ৯৪ হাজার ৯৮৫ জনে।
১৫৯১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে এই সময়ে। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৮ দশমিক ১২ শতাংশ।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।
চলতি বছরের মার্চের শেষ দিকে করোনায় দ্বিতীয় ঢেউ শুরু হয়। এতে সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকে। পরিপ্রেক্ষিতে সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখতে লকডাউন ঘোষণা করেছে সরকার।
সময় জার্নাল/এসএ