নিজস্ব প্রকিনিধি:
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ একদফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধীদল জোটের সকাল-সন্ধ্যা অবরোধ চলছে। ১২ ঘণ্টার অবরোধ আজ রোববার ভোর ৬টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত চলবে।
বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিএনপির লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। বিএনপির তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি গত বৃহস্পতিবার শুরু হয়ে শনিবারের মধ্য দিয়ে শেষ হয়।
অবরোধের আগের রাতে রাজধানীর গুলিস্থান, কলাবাগান ও মিরপুর এলাকায় তিনটি বাসে আগুন দেয়া হয়েছে বলে জানা গেছে।
এদিকে গতকাল বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন ,'নির্বাচন কমিশনার আনিসুর রহমান উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের চেয়ে এক ডিগ্রি বেশি কথা বলেন। হাছান মাহমুদের চেয়েও তাকে আরো বেশি মনে হয়েছে আওয়ামী অনুগত।'
রিজভী বলেন, 'দেশের বেশিভাগ মানুষের পক্ষে কাজ করা দল হচ্ছে বিএনপি। যার বিপুল সংখ্যক নেতাকর্মী দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে। অসংখ্য নেতাকর্মী এখন তাদের বাড়িতে থাকতে পারে না। সারাদেশে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজমান। আজকে সিপিডি বলেছে গত ১৫ বছরে শুধুমাত্র ব্যাংক থেকেই ৯৬ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। কারা করেছে? আপনারা করেছেন।'
বিএনপির এই মুখপাত্র বলেন, 'এরশাদের আমলেও আমরা নির্বাচন বর্জন করেছি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৫ ফেব্রুয়ারি নির্বাচন বর্জন করেনি? তখন নির্বাচন পছন্দ হয়নি তাই নির্বাচন বর্জন করেছেন। তিনি ২২ ফেব্রুয়ারি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন।'
২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে ৩ দফায় ৪ দিনের হরতাল এবং ১২ দফায় ২১ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। কর্মসূচি একই হলেও আলাদাভাবে পালন করে যাচ্ছে বিরোধী দলগুলো।
সময় জার্নাল/এলআর