জেলা প্রতিনিধি:
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ইঞ্জিন চালিত ট্রলির (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন।
রোববার ভোর সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী এবং বাসে থাকা যাত্রীরা জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাস সাকুরা পরিবহন উজিরপুর উপজেলার আটিপাড়ায় ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিতে থাকা দু’জন ঘটনাস্থলেই মারা যান।
নিহতরা হলেন সোহরাব (৩৮) ও রুবেল (৪০)। তারা দু’জনই উজিরপুর উপজেলার বাসিন্দা।
ট্রলির সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি সড়কের পার্শ্ববর্তী একটি গাছের উপর আছড়ে পড়লে বাসে থাকা হেলপারসহ ১০ জন যাত্রী আহত হয়।
এদের মধ্যে হেলপারকে গুরুতর অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উজিরপুর থানা পুলিশের সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) ফিরোজ আলম জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লাশ ময়না তদন্তের জন্য বরিশালে পাঠানো হয়েছে।
বাসের চালক পলাতক রয়েছে বলে জানা গেছে।
সময় জার্নাল/এলআর